সিমেন্ট বোঝাই লরি বাড়িতে ঢুকে পিষে দিল দুটি আদিবাসী কিশোরকে। ঘটনাটি ঘটেছে পানাগড় বাইপাসে মঙ্গলবার রাতে। ঘটনাস্থলেই মারা যায় বাবলু ওরাং (১৭) নামের এক কিশোর, ১৬ বছরের আর এক কিশোর গুরুতর আহত অবস্থায় বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পানাগড় বাইপাশে রং সাইড দিয়ে সিমেন্ট বোঝাই লরিটি দ্রুত বেগে যাচ্ছিল। স্থানীয় মানুষের অনুমান পুলিশের তাড়া খেয়ে লরিটি রং সাইড ধরে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল। গাড়ীর চালক দিকবিদিক না বুঝে পুলিশের হাত থেকে বাঁচতে লরিটি নিয়ে বাইপাশের ধারের একটি বাড়িতে ঢুকে পড়ে দুটি আদিবাসী কিশোরকে পিষে দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থা সামাল দেয়। লরির চালক পলাতক। লরিটিকে পুলিশ আটক করেছে।
Like Us On Facebook