দুর্গাপুরের লিঙ্ক রোডের পাশের জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম রিঙ্কু গড়াই(২২)। বাড়ি বেনাচিতির ধুনরা প্লটে। বিয়ে হয় বাঁকুড়ার বড়জোড়ায়। স্বামীর নাম ঈশ্বর গড়াই, স্থানীয় একটি গ্রিলের দোকানের কর্মী।
বৃহস্পতিবার দুপুরে লিঙ্ক রোডের পাশের জঙ্গলে গাছে রিঙ্কু গড়াইকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন স্থানীয় মানুষ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ রহস্যজনক এই মৃত্যু নিয়ে তদন্তে নেমেছে বলে জানা গেছে। রিঙ্কুদেবীর আত্মীয় পরিজনেরা বলেন, ‘বৃহস্পতিবার সকাল এগারোটা পর্যন্ত রিঙ্কুকে তাঁরা স্বাভাবিকভাবেই কথা বলতে দেখেছেন। কোন অস্বাভাবিকতা দেখা যায় নি রিঙ্কুর মধ্যে। পরে দুপুরে শোনেন রিঙ্কুর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।’ রিঙ্কুর পরিবার এই রহস্যময় মৃত্যুর কারণ উন্মোচন করে দোষীদের শাস্তির দাবি জানান।