বাংলার আবাস যোজনার ঘর উপভোক্তাকে না দিয়ে সেখানেই চলছে তৃণমুলের পার্টি অফিস। পঞ্চায়েত ও বিডিও’র কাছে এমনই অভিযোগ দায়ের হয়েছে। জামালপুরের কাঠুরিয়াপাড়ার ঘটনা। বিজেপি আন্দোলনে নামার পরে পঞ্চায়েত কর্তৃপক্ষ নীল-সাদা রঙ করা ওই ঘরের দেওয়ালে সরকারি প্রকল্প ও উপভোক্তার নাম এবং আইডি নাম্বার লিখে দিয়ে যায়। যদিও এটা মিথ্যা এবং সাজানো ঘটনা বলে দাবি তৃণমূলের।
বিজেপির অভিযোগ, জামালপুরের কাঠুরিয়াপাড়ায় বাঁধের উপর মাটির ঘরে বসবাস করা শঙ্কর মাঝির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হওয়া ঘর দখল করে গত প্রায় দেড় বছর ধরে তৃণমূলের পার্টি অফিস চলছে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে অভিযোগ জানানো হয়। বুধবার ওই ঘরে বিজেপির পাতাক লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় একজনের নামে তৈরি হওয়া ঘর দখল করে তৃণমূলের কার্যালয় করা হয়েছে। যতক্ষণ না ওই ঘর উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ ওই ঘর থেকে আমরা আমাদের পতাকা খুলব না। এদিকে এই বিষয়ে বিজেপি আন্দোলনে নামায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ ওই ঘরে উপভোক্তার নাম ও আইডি নম্বর লিখে দিয়ে যায়। কিন্তু ঘরটি তালাবন্ধ থাকায় উপভোক্তা শঙ্কর মাঝি ঘরের দখল পাননি। জানা গেছে, শুক্রবার সব পক্ষের উপস্থিতিতে ঘরটি উপভোক্তার হাতে তুলে দেওয়া হবে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘরটি তৃণমূলের কার্যালয় বলে স্বীকার করে নিয়ে জানান, এটা পঞ্চায়েত আধিকারিক ও বিজেপির চক্রান্ত।