আগামী ৯ মার্চ উখরা কুঞ্জবিহারী হাইস্কুল প্রাঙ্গণে পণ্ডিত মাগারাম চক্রবর্ত্তীর আবক্ষ মূর্তির উন্মোচন করবেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি। পাশাপাশি তিনি পণ্ডিত মাগারাম চক্রবর্ত্তীর জীবনী ও সমাজে তাঁর অবদান নিয়ে এক স্মরণিকারও উদ্বোধন করবেন। সোমবার পণ্ডিত মাগারাম চক্রবর্ত্তী স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান হয়।