১৯৯৬ সালে সোনপুর বাজারি এলাকার ভাটপাড়া, কুমারডি, নবগ্রাম, মোজার ইসিএল জমি অধিগ্রহণ করে। স্থানীয় সূত্রে জানা গেছে ১৯৯৬ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ইসিএল ওই সব এলাকায় জমি অধিগ্রহণ করে। প্রতিশ্রুতিমত চাকরি না পেয়ে ওই সব এলাকার যুবকরা ক্ষুব্ধ হয়ে সোমবার রাস্তা অবরোধ করেন। এর ফলে সোনপুর কোলিয়ারির উৎপাদন ও পরিবহণ সাময়িক বন্ধ থাকে। পরে পুলিশ এসে আশ্বাস দিলে স্থানীয় যুবকরা অবরোধ তুলে নেন।