ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত হল দুর্গাপুরের ৭ নং ওয়ার্ডের অন্তর্গত জেসি বোস রোডের বস্তি এলাকা। বুধবার রাতে শাসকদল তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ। জেসি বোস রোডের বস্তি এলাকার বাসিন্দা বিজেপি কর্মী সুনীল রামকে বেধড়ক মারধর করে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে অভিযোগ।

সুনীল রামকে বাঁচাতে গেলে সুনীল রামের মা ঊর্মিলা রায়কেও তৃণমূল কংগ্রেস কর্মীরা মারধর করে বলে অভিযোগ। তাছাড়া ওই বস্তির আর এক বাসিন্দা অজয় পাশোয়ানকেও মারধর করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের আরও অভিযোগ গোটা ঘটনার নেতৃত্ব দেন স্থানীয় কাউন্সিলরের গাড়ির চালক ভীম মুখিয়া ও তাঁর বাবা। বিজেপি কর্মীদের মারধরের ঘটনা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অস্বীকার করে বলেন, ‘আমরা এলাকায় শান্তি-শৃঙ্খলা চাই। এই ধরণের ঘটনা কাম্য নয়। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Like Us On Facebook