তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দলে উতপ্ত দুর্গাপুরের ৩৮ নং ওয়ার্ড। গোষ্ঠী কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর কর্মীদের লোহার রড দিয়ে মারধর করে বৃহস্পতিবার সকালে। এই ঘটনায় দুই তৃণমূল কংগ্রেস কর্মী আহত হন, একজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের ৩৮ নং ওয়ার্ডের অন্তর্গত অঙ্গদপুর শিল্পতালুক এলাকায় বৃহস্পতিবার সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী দিলীপ দলুই একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। অতর্কিতে অপর গোষ্ঠীর বেশকিছু কর্মী এসে লোহার রড দিয়ে দিলীপ দলুইকে মাথায় আঘাত করে। দিলীপবাবু সংজ্ঞা হারান। ঘটনায় আর এক তৃণমূল কংগ্রেস কর্মীও গুরুতর আহত হন। দু’জনকেই উদ্ধার করে পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে বলে জানা গেছে। এই ঘটনায় উতপ্ত হয় গোটা এলাকা। গোটা ঘটনার ড্যামেজ কন্ট্রোলে নেমে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপির উপর দোষ চাপালে স্থানীয় বিজেপি নেতৃত্ব গোটা ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন।

Like Us On Facebook