ভগবান বুদ্ধের ২৫৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীতে দুর্গাপুর বৌদ্ধ সমিতি বুদ্ধ মন্দিরে সাড়ম্বরে বুদ্ধ পূর্ণিমা পালন পালন করছেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ মন্দির নতুন ভাবে সেজে উঠেছে। শনিবার দুর্গাপুরের সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সমাগম ঘটেছে এই বুদ্ধ মন্দিরে।

এদিন সকাল থেকেই মন্দিরে ভগবান বুদ্ধের মূর্তি স্নান করিয়ে পুজোপাঠ শুরু হয়েছে। সঙ্গে চলছে ধর্মীয় বিভিন্ন আচার। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দুর্গাপুরের বুদ্ধ মন্দিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সমাগমের কথা মাথায় রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্মকর্তারা এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার বলয়ে মন্দির মুড়ে ফেলেছে। বুদ্ধ মন্দিরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এই পূর্ণিমায় মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?





Like Us On Facebook