.

অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারির অন্ডাল-মাধাইগঞ্জ রোডের উপর পরপর পাঁচটি দোকানের অ্যাসবেস্টসের চাল খুলে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটল। শনিবার সকালে দোকান খুলতে গিয়ে দোকানদাররা দোকানে ঢুকে চুরির প্রমাণ পান। এই ঘটনায় শনিবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দোকানদারদের দাবি কারোর ক্যাশ বাক্স থেকে ৬-৭ হাজার, আবার কারোর প্রায় ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় দোকানদাররা পুলিশি নিরাপত্তার দাবি জনান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook