শিল্পাঞ্চলের শিল্পদ্যোগীদের কথা মাথায় রেখে এবার দুর্গাপুর-মুম্বাই রুটে প্রতিদিন বিমান পরিষেবা চালু করতে চলেছে কম ভাড়ার এয়ারলাইন্স স্পাইসজেট। জানা গেছে, আগামী ২৫ জুন থেকে সুলভ ভাড়ায় এই পরিষেবা চালু হবে। এই রুটে বোয়িং-৭৩৭ বিমান চালাবে স্পাইসজেট। প্রতিদিন দুপুর ১ট ৫৫ মিনিটে স্পাইসজেটের বিমান মুম্বাই থেকে ছেড়ে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছবে বিকেল ৪টে ১০ মিনিটে। ফের বিকেল ৪টে ৫০ মিনিটে অন্ডাল থেকে ছেড়ে মুম্বাই পৌঁছবে সন্ধ্যা ৭টা ০৫ মিনিটে।
উল্লেখ্য, ৪ মার্চ আসানসোলে এক অনুষ্ঠানের মাধ্যমে অন্ডাল থেকে চেন্নাই ও মুম্বাই বিমান পরিষেবার প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন আসানসোলের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সঙ্গে ছিলেন স্পাইসজেট বিমান সংস্থার কর্তা দেবাশীষ সাহা সহ স্পাইস জেটের অন্যান্য কর্মকর্তারা। শুক্রবার স্পাইসজেট কর্তৃপক্ষ দুর্গাপুর-মুম্বাই রুটে বিমান পরিষেবা চালুর দিনক্ষণ ঘোষণা করেন। ‘উড়ে দেশ কি আম নাগরিক(UDAN)’ – কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতায় ২৫ জুন থেকে বাজেট ক্যারিয়ার স্পাইসজেট এই পরিষেবা চালু করছে।
বর্তমানে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি এবং হায়দরাবাদ রুটে বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। অন্ডাল থেকে দিল্লি ও হায়দরাবাদের উড়ান সফল ভাবে চলার পাশাপাশি বেশ কিছুদিন ধরেই অন্ডাল থেকে মুম্বাই ও চেন্নাই বিমান পরিষেবা চালুর চেষ্টা চালাচ্ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। অন্ডাল থেকে মুম্বাই বিমান পরিষেবা চালু হলে আসানসোল, দুর্গাপুর সহ আশপাশের জেলার শিল্পদ্যোগীরা উপকৃত হবেন। পাশাপাশি অন্ডাল থেকে চেন্নাই বিমান পরিষেবা চালুর কথাও ঘোষণা করেছিল স্পাইসজেট বিমান সংস্থা। খুব শীঘ্রই সেই পরিষেবাও চালু হবে বলে জানা গেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?