.

বইমেলার চতুর্থ দিনের সন্ধ্যায় দুর্গাপুরের সিধু-কানু ইন্ডোর স্টেডিয়াম মাতালেন রূপঙ্কর। সঙ্গীত শিল্পী রূপঙ্কর একের এক মন মাতানো গানে মোহিত করে দেন বই মেলায় আগত মানুষজনকে। দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী ও ২ নং বরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার এদিন অনুষ্ঠানের সূচনায় শিল্পী রূপঙ্করকে সম্বর্ধনা দেন। সব মিলিয়ে দুর্গাপুর পুরসভার উদ্যোগে আয়োজিত বইমেলা চতুর্থ দিনেও জমজমাট।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন




Like Us On Facebook