.
শুক্রবার রাতে দুর্গাপুরে এসে পৌঁছায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাঁদের দুর্গাপুরের তিনটি থানায় ভাগ করে দেওয়া হয়। শনিবার সকাল থেকেই দুর্গাপুর থানা, নিউ টাউনশিপ থানা ও কোক ওভেন থানা এলাকায় রুট মার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এদিন আমড়াই এলাকায় রুট মার্চের সময় বাহিনীর সঙ্গে ছিলেন দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী সহ দুর্গাপুরের বিভিন্ন পুলিশ আধিকারিকরা। জানা গেছে, আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত প্রতিদিন আধা সেনাবাহিনী দুর্গাপুরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করবে।
Like Us On Facebook