.
লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাংলা-ঝাড়খন্ড দুই রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ঝাড়খন্ড সীমানা দিয়ে বাংলায় বহিরাগতদের আগমণ রুখতে কড়া পুলিশি নজরদারি চালানোর লক্ষ্যে বুধবার দুর্গাপুরে আইজি পশ্চিমাঞ্চলের পৌরহিত্যে দুই রাজ্যের পুলিশের এক উচ্চ পর্যায়ের বৈঠক হল। দুর্গাপুর গেস্ট হাউসে বুধবার এই বৈঠকে বাংলা ও ঝাড়খন্ডের পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়ে আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে দুই রাজ্যের ফেরার ও দাগি অপরাধীদের গ্রেফতার করার জন্য উভয় রাজ্যের প্রায় ৪০০ দাগি অপরাধীর নামের লিস্ট নিয়ে আলোচনা হয় এবং দুই রাজ্যের বর্ডার এলাকায় মাওবাদীদের নাশকতা ঠেকাতে দুই রাজ্যের পুলিশ কিকি পদক্ষেপ গ্রহণ করবে তাও বিস্তারিত আলোচনা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। আইজি পশ্চিমাঞ্চল, রাজীব মিশ্র আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে বৈঠক শেষে জানান।