২০১৭ সালের নভেম্বর মাসে দামোদর ব‍্যারেজের লকগেট বিপর্যয়ের সময় দুর্গাপুর শহরের জন্য বিকল্প পানীয় জল সরবরাহের উৎস হিসেবে নাচন ড্যামের কথা ভেবে ছিল দুর্গাপুর পৌরসভার কর্মকর্তারা। কিন্তু সেই পরিকল্পনা এখনও প্রশাসনিক কর্মকর্তাদের আলোচনার টেবিলেই রয়েছে। গ্রীষ্মকালীন মরসুমে দুর্গাপুর ব্যারেজের জলস্তর নীচে নেমে যায় তাই দুর্গাপুর শহরে অনেক জায়গায় প্রবল পানীয় জলের সংকট দেখা দেয়। এবছর যাতে শহর দুর্গাপুরে কোন জায়গায় পানীয় জলের সংকট দেখা না দেয় তাই দুর্গাপুরের কিছু জায়গাকে চিহ্নিত করে ভূগর্ভস্থ পানীয় জল তুলতে দুর্গাপুর পুরসভা গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিকভাবে ৩৬ টি জায়গায় গভীর নলকূপ বসানোর কাজ শুরু করতে বুধবার দুর্গাপুরের পলাশডিহায় পানীয় জলের পাম্পিং স্টেশনে ভূগর্ভস্থ পানীয় জল প্রকল্পের সূচনা করেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি। দুর্গাপুর পুরসভার জল দফতরের মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘৩৬ টি জায়গায় ৪৫০-৫০০ ফুট গভীরতা থেকে ভূগর্ভস্থ পানীয় জল তুলতে গভীর নলকূপ বসাতে খরচ হচ্ছে প্রায় ১২ কোটি টাকা। ভূগর্ভস্থ পানীয় জলের জলস্তরের খোঁজ করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছিল। তাঁদের পরামর্শ মতোই গভীর নলকূপ বসানোর কাজ শুরু হচ্ছে।’


Like Us On Facebook