অবৈধ হোর্ডিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমে দুর্গাপুর পৌরসভার কর্মীরা সোমবার সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে বিভিন্ন সংস্থার হোডিং খুলতে গেলে বিজ্ঞাপন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গন্ডগোল সৃষ্টি হয়। বিজ্ঞাপন সংস্থার কর্মকর্তাদের অভিযোগ, ডিএমসি হোর্ডিং সংক্রান্ত মামলা হাইকোর্টের বিচারাধীন এবং স্টে-অর্ডার থাকা সত্ত্বেও দুর্গাপুর পুরসভার কর্মীরা আমাদের হোর্ডিং খুলে দিল। এটা আদালত অবমাননা করা হল।
অভিযোগকারীরা আদালতের স্টে-অর্ডারের কপিও ডিএমসি কর্মীদের দেখান বলে উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি করেন। এদিকে দুর্গাপুর পুরসভার কমিশনার পুষ্পেন্দু মিত্র ডিএমসি কর্মীদের অবৈধ হোর্ডিং খোলার অভিযান নিয়ে বলেন, ‘আজ ডিএমসি কর্মীরা অবৈধ হোর্ডিং পর্যবেক্ষণ করে দেখছেন। পরবর্তী সময়ে ওই সব অবৈধ হোর্ডিং খোলা হবে।’ কিন্তু হোর্ডিং সংক্রান্ত হাইকোর্টে বিচারাধীন মামলার স্টে অর্ডার থাকাকালীন হোর্ডিং খোলার অভিযোগ নিয়ে দুর্গাপুর পুরসভার কমিশনার বলেন, ‘বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’