পাণ্ডবেশ্বরের বিলপাহাড়ি গ্রাম এখন ধ্বসের আতঙ্কে রয়েছে। বিলপাহাড়ি গ্রামের পঞ্চাশ মিটারের মধ্যে রয়েছে খোট্টাডিহি খোলামুখ খনি। কয়লা উত্তোলনের জন্য প্রতিনিয়ত খনিগহ্বরে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। স্থানীয় মানুষজনের অভিযোগ, বিস্ফোরণের তীব্রতায় বিলপাহাড়ি গ্রামের বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে। কুয়ো বা পুকুরে জলস্তর নীচে নেমে যাচ্ছে। জলসংকট তীব্র হচ্ছে যেমন তেমনই ধসের আতঙ্কে গ্রামবাসীদের রাতের ঘুম উড়ে গেছে। সব জেনেও ইসিএল কর্তৃপক্ষ পুনর্বাসনের প্রশ্নে চুপ বলে অভিযোগ গ্রামবাসীদের।

এই ঘটনার জন্য স্থানীয় মানুষ ইসিএলের উদাসীনতাকেই দায়ী করছেন। স্থানীয় পুনর্বাসন কমিটির সদস্য গণেশ কবিরাজ বলেন, ‘ইসিএল কর্তৃপক্ষ ২০১১ সালে পুনর্বাসন নিয়ে আলোচনা শুরু করে। ২০১৫ সালে চুক্তি স্বাক্ষর করে। কিন্তু কেবলমাত্র ধীরে চলো নীতি নেওয়ার ফলে ইসিএল স্থানীয় মানুষের জন্য পুনর্বাসন না দিয়ে খনিতে একের পর এক ব্লাস্ট করে যাচ্ছে কয়লা উত্তোলনের জন্য। ফলে ধসের ভয়ে মানুষের রাতের ঘুম উড়ে গেছে। এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছে।’ গণেশ কবিরাজ ইসিএল কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের দাবিকে প্রাধান্য দেওয়ার দাবি জানান।



Like Us On Facebook