দুর্গাপুর নগর নিগমের নির্বাচন আসন্ন। পুরভোটকে পাখির চোখ করে রবিবার তৃণমুল কংগ্রেসের কর্মীসভা হল দুর্গাপুরে। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস দুর্গাপুরে দলীয় সংগঠনকে পোক্ত করতে রবিবার মন্ত্রী মলয় ঘটক ও এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রুদ্ধদ্বার কর্মীসভা সারলেন দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে। এদিন দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখার্জী ছাড়া সমস্ত দলীয় নেতা কর্মীরা এই কর্মীসভায় যোগ দেন। জানা গেছে তাপস বন্দ্যোপাধ্যায়কে বাড়তি সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন রাতে অরূপ বাবু সমস্ত কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক করেন বলে জানা গেছে।