.

খনি অঞ্চলের মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দিতে উখরার নব ভারতী সংঘের উদ্যোগে রবিবার এক দিবসীয় খনি অঞ্চল স্বাস্থ্যমেলা হয়ে গেল উখরার বাজপেয়ী মোড়ে। স্বাস্থ্য মেলাটি এবছর দশম বছরে পদার্পণ করল। বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সংস্থা এই স্বাস্থ্যমেলায় অংশ নেয় বলে জানা গেছে। এবছর ১৮ টি স্টলে স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে বিনামূল্যে রক্ত পরীক্ষা ওষুধ বিতরণ করা হয়। স্বাস্থ্যমেলা কর্তৃপক্ষ জানিয়েছেন, এবছর ৩০০০ স্থানীয় মানুষ এই স্বাস্থ্য মেলায় নাম নথিভুক্ত করেন।


Like Us On Facebook