প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পাল্টা জনসভার ডাক দিল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ৩ ফেব্রুয়ারি দুর্গাপুরের সিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন তৃণমূল কংগ্রেসের জেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে পাশে বসিয়ে স্টিল টাউনশিপের তিলক রোড ময়দানে পাল্টা জনসভার কথা জানান।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্প শহর দুর্গাপুরে এলেন অথচ বন্ধ কলকারখানা খোলা নিয়ে কোন কথা বললেন না। এএসপি, ডিএসপির ভবিষ্যত কি তা জানতেও পারল না শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষ। কেবলমাত্র লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ভোট চাইতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ ভি শিবদাসন অভিযোগ করে বলেন, ‘বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চক্রান্ত করছে বিজেপি, তাই রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা বাংলার উন্নয়ন দেখে ভয় পেয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এরা তাই এত ঘন ঘন বাংলা সফরে আসছে।’
শিবদাসনের দাবি, বিজেপি যতই চক্রান্ত করুক বাংলার উন্নয়ন বন্ধ করা যাবে না। আর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৪২ টি লোকসভা আসনেই জয়ী হবে। তিনি বলেন, ‘দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা দেখে নরেন্দ্র মোদী ও বিজেপি ভয় পেয়ে গেছে। মোদী হঠাও দেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে ৬ ফেব্রুয়ারি আমরা দুর্গাপুরের তিলক ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করেছি।’
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল, দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়, পুরসভার চেয়ারম্যান মৃগেন পাল, মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের নেত্রীরা। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পাল্টা জনসভায় মূল বক্তব্য রাখবেন দুই বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস সূত্রে আরও জানা গেছে, এদিন থেকেই কার্যত দুর্গাপুরে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ‘মোদী হঠাও দেশ বাঁচাও, বিজেপি হঠাও দেশ বাঁচাও’ শ্লোগান তুলে লাগাতার বিজেপি বিরোধী প্রচার শুরু করতে চলছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিকে ৬ ফেব্রুয়ারির জনসভা সফল করতে রবিবার দুর্গাপুরের গোপাল মাঠে তৃণমূল কংগ্রেস প্রচার শুরু করে দিল।