হিন্দুস্তান কেবলসে ছয় হাজার কোটি টাকা লোকসান আমার বা মোদীজীর সময়ে হয়েছে কি? আমি কেন্দ্রীয় ভারী শিল্প দফতরের মন্ত্রী আমার এলাকার জন্য আমার একটা সেন্টিমেন্ট আছে। আমি বিজেপি কর্মীদের যেমন সাংসদ তেমনই আমার এলাকার সকলের সাংসদ আমি। শনিবার আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে ক্ষণিকের জন্য বাঁশকোপায় দাঁড়িয়ে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বাবুল সুপ্রিয় এদিন ৮ ও ৯ জানুয়ারি বামেদের ভারত বনধ নিয়ে বলতে গিয়ে বামপন্থীদের একহাত নেন। বাবুল সুপ্রিয় বামেদের উদ্দেশ্যে বলেন হিন্দুস্তান কেবলসে আমার বা মোদীজীর সময় ৬০০০ কোটি টাকা লোকসান হয়নি। কারখানাগুলিতে যখন লোকসান হচ্ছিল তখন বামেরা কি করছিলেন? শুক্রবার চিত্তরঞ্জনে তাঁর পথ আটকে বাম-কংগ্রেসের বিক্ষোভ নিয়েও বাবুল সোচ্চার হন এদিন। বাবুল সুপ্রিয় বলেন, ‘বামপন্থীদের বয়স হয়েছে। আপনারা এবার বিক্ষোভ না করে বাড়িতে বসুন। ওরা প্রশ্ন করলেও উত্তর শোনেন না। উল্টে শ্লোগান দিতে থাকেন। আমার ভদ্রতাকে আমার দুর্বলতা মনে করলে ভুল করবেন।’