দুর্গাপুরের শোভাপুরে আইকিউ সিটি হাসপাতালে শুক্রবার সকালে উড়ো ফোনের জেরে বোমাতঙ্ক ছড়াল। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ কুকুর ও বোম স্কোয়াড এসে তল্লাশি শুরু করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল দশটা কুড়ি মিনিট নাগাদ হঠাৎ হাসপাতালে একটি ফোন আসে। সেই ফোন থেকে জানানো হয় হাসপাতালে বোমা রাখা আছে। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা হাসপাতাল জুড়ে তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তব্যরত পুলিশ আধিকারিকরা সহ স্নিফার ডগ ও বোম স্কোয়াড। শুরু হয় খানা তল্লাশি। খবর সংগ্রহ করা পর্যন্ত গোটা হাসপাতাল চত্বর তন্নতন্ন করে খুঁজেও অবশ্য কোনও বিস্ফোরক মেলেনি। পুলিশ মনে করছে, আতঙ্ক ছড়াতেই কেউ ওই ফোন করেছিল। উড়ো ফোনটি কে কী কারণে করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।



Like Us On Facebook