দুর্গাপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারিকে গুলি করতে গিয়ে ধৃত পবন প্রধানকে পুলিশ জেরা শুরু করেছে। শুক্রবার সারাদিন দুঁদে পুলিশ আধিকারিকরা দফায় দফায় পবনকে জেরা করে মেয়র পারিষদ রাখি তেওয়ারির উপর হামলার মোটিভ জানতে চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পবন প্রধান দুর্গাপুরের বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা। ১৪ নং ওয়ার্ডে পবন প্রধান কেবল টিভি সংক্রান্ত কাজকর্মে যুক্ত। এলাকায় কেবল টিভির কাজকর্ম সংক্রান্ত কোন পুরানো ঝামেলার জেরেই কেবল টিভি অপারেটরের স্টাফ পবন প্রধান স্থানীয় কাউন্সিলর রাখি তেওয়ারি ও রাখি তেওয়ারির স্বামী কৌশিক তেওয়ারির উপর হামলা ছক কষে নাকি কোন রাজনৈতিক অভিসন্ধি আছে সেই তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ বলে সূত্র মারফৎ জানা গেছে। যদিও পবন প্রধানকে ইতিমধ্যে মেয়র পারিষদ রাখি তেওয়ারি ও তাঁর স্বামী কৌশিক তেওয়ারি চেনেন না বলে দাবি করেছেন। কৌশিক তেওয়ারি বলেন, ‘এই ঘটনার সঙ্গে কেবল টিভি সংক্রান্ত বিষয়ের কোন সম্পর্ক নেই। পুলিশ ঘটনার তদন্ত করছে। ধৃত কেন এই রকম ঘটনা ঘটালো সেটা পুলিশি তদন্তে বোঝা যাবে।’

ধৃত কেবল টিভি কর্মী পবন প্রধান

এদিকে ধৃত পবন প্রধান মেয়র পারিষদ রাখি তেওয়ারিকে গুলি করতে এলে পিস্তল সহ পবনের হাত রাখি তেওয়ারি চেপে ধরলে রাখি তেওয়ারির হাতের আঙ্গুলে কামড়ে দেয় এবং রাখিদেবীর মাথায় আঘাত করে পবন। আহত রাখি তেওয়ারিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি, বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সহ সমস্ত কাউন্সিলর ও মেয়র পারিষদরা তাঁকে দেখতে যান‌ এবং এই ঘটনার তীব্র নিন্দা করে এই ঘটনায় পিছনে কে বা কারা জড়িত তাদের খুঁজে বের করার দাবি জানান পুলিশের কাছে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন, ‘দুর্গাপুরে এই ধরনের ঘটনা নজিরবিহীন। আমরা পুলিশকে এই ঘটনার পিছনে আসল মাথা কে তাকে খুঁজে বের করতে বলছি।’

দুর্গাপুর ২ নং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিপ্লব বিশ্বাস বলেন, ‘এই ঘটনার সঙ্গে কেবল টিভি সংক্রান্ত ঝামেলার কোন সম্পর্ক নেই।’ বিপ্লব বিশ্বাসের দাবি, দুর্গাপুরে এই মূহুর্তে রাজনৈতিক নেত্রী রাখি তেওয়ারির জনপ্রিয়তা বেশ রয়েছে। যথেষ্ট উন্নয়ন মূলক কাজকর্ম তিনি করছেন। সকলের সঙ্গেই রাখি তেওয়ারির সুসম্পর্ক রয়েছে। তাই উদ্দেশ্যে প্রণোদিতভাবেই রাজনৈতিক কারণেই রাখি তেওয়ারির উপর আজকের এই আক্রমণ।

Like Us On Facebook