শিল্প বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও – এই শ্লোগানকে সামনে রেখে বর্ধমান জেলা সিপিআইএম কর্মীরা শনিবার দুর্গাপুরের সিটিসেন্টারে বিশাল জমায়েত করেন। বর্ধমান জেলা সিপিআইএমের সমস্ত প্রথম সারির নেতারা এদিন সিটিসেন্টারের জমায়েতে বক্তব্য রাখেন।
বিশাল জমায়েতের ফলে গোটা সিটিসেন্টার চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে নিত্যযাত্রী সহ বহু মানুষ আটকে পড়েন। ২নং জাতীয় সড়কেও ব্যাপক যানজট তৈরি হয়। জেলাশাসক সৌমিত্র মোহন আসানসোল যাওয়ার পথে সিটিসেন্টারে আটকে পড়েন বেশ কিছুক্ষণ। পরে পুলিশ এবং সিপিআইএম নেতারা জাতীয় সড়ককে যানজট মুক্ত করলে জেলাশাসক আসানসোলের উদ্দেশ্যে রওনা হন।
এদিন সিপিআইএমের জমায়েতে প্রায় চল্লিশ হাজার কর্মীর জমায়েত হয়েছে বলে দাবি করেন সিপিআইএমের দলীয় মুখপাত্র পঙ্কজ রায় সরকার। পঙ্কজবাবু বলেন, “দেশে শিল্প নেই, কৃষির কোন উন্নয়ন নেই। দেশ বাচাঁতে মোদী , মমতার অপশাসন থেকে মুক্তি পেতে সংগ্রামী মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের মহামিছিলে সামিল হয়েছেন।”