একটি বিরল প্রজাতির ভাম উদ্ধার হল অন্ডালের সিদুঁলিতে। শনিবার সিদুঁলির একটি পুকুরে ভামটি পড়ে যায় কাক ও কুকুরের তাড়া খেয়ে। গ্রামবাসীরা ভামটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয়। বিরল প্রজাতির ভামটিকে দেখতে এলাকায় ভিড় জমে যায়। দুর্গাপুরের মূখ্য বনপাল মিলন কুমার মন্ডল বলেন, “এটি একটি বিরল প্রজাতির ভাম। গন্ধগোকুল বিভিন্ন এলাকায় প্রায়ই দেখা যায়, কিন্তু এই ভামটি বিরল প্রজাতির। এটি খুব একটা দেখা যায় না।