বেনাচিতির ক্ষুদিরাম নগরে মোহন সাউ নামে এক ব্যাক্তির বাড়িতে বেআইনিভাবে কেরোসিন তেল মজুদ করার অভিযোগে ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসীমা চক্রবর্তীর তৎপরতায় শনিবার পুলিশি অভিযান হল।
কাউন্সিলর অসীমা চক্রবর্তীর অভিযোগ, বৈধ কাগজপত্র নেই অথচ দীর্ঘদিন ধরে এই মোহন সাউ বাড়িতে প্রচুর পরিমাণে কেরোসিন মজুত করছেন। কেরোসিনের কালোবাজারি করছেন। অসীমাদেবী বলেন, ‘এর আগেও এই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তাই আমরা আগাম সতর্কতা নিতে এই অভিযান করলাম।’ এদিকে অভিযুক্ত মোহন সাউ কাউন্সিলরের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কাছে কেরোসিন বিক্রির বৈধ কাগজপত্র আছে তাও আমার বিরুদ্ধে বেআইনি কেরোসিন মজুত করার অভিযোগ করা হল। দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী বলেন, ‘অভিযুক্ত ব্যাক্তি কিছু কাগজপত্র দিয়েছেন। বাকি কাগজপত্র দেবেন বলেছেন। পরীক্ষা করে দেখা হবে কাগজপত্রগুলি বৈধ কিনা। বৈধতা না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’