সোমবার পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের বোর্ড গঠন করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান এডিএম(উন্নয়ন ও জেলা পরিষদ) কস্তুরী বিশ্বাস৷ জেলা পরিষদের নতুন বোর্ডের সভাধিপতি হিসাবে শপথ গ্রহণ করেন সুভদ্রা বাউড়ি ও সহ সভাধিপতি হলেন সমীর বিশ্বাস৷

শপথ গ্রহণকে কেন্দ্র করে এদিন আসানসোলে জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংসদ মমতাজ সংঘমিতা, সুনীল মণ্ডল, রাজ্যের মন্ত্রী তথা পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস, মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন সহ আরও অনেকে৷ এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আসানসোলের কোর্ট চত্বর থেকে বিএনআর মোড় পর্যন্ত এক বিজয় মিছিল বের করা হয়৷


Like Us On Facebook