দুর্গাপুরের বুকে বহু প্রতীক্ষিত আইটিসি ফরচুন পার্ক পুষ্পাঞ্জলি আজ, বৃহস্পতিবার থেকে পথ চলা শুরু করল। বাঙালির মননের সঙ্গে সঙ্গতি রেখেই পুষ্পাঞ্জলি সেজেছে টেরাকোটা ও ডোকরার কাজে। সিটি সেন্টারের ক্ষুদিরাম সরণিতে গড়ে উঠেছে এই পার্ক পুষ্পাঞ্জলি।
বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প সংকলন ছোট ছোট করে পুষ্পাঞ্জলির দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। পুষ্পাঞ্জলির রুমগুলি অত্যাধুনিক ও বিশ্বমানের। আছে প্রেসিডেন্সিয়াল, এক্সিকিউটিভ ও ডিলাক্স স্যুট। সঙ্গে আছে মন ভোলানো সুইমিং পুল, অত্যাধুনিক স্পা, মাল্টি জিম।কফি হাউস থেকে বার। রকমারি খাবারের ডালি নিয়ে বিশ্বমানের রেস্তোরা। পুষ্পাঞ্জলিতে আগত অতিথিদের নিরাপত্তার কথাটিকে বিশেষ গুরুত্ব দিতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে পুষ্পাঞ্জলি কর্তৃপক্ষ। অতিথিদের বাড়তি নিরাপত্তা দিতে রুম গুলিতে থাকছে ডিজিটাল চাবি। পুষ্পাঞ্জলির জিএম পিয়াল বড়ুয়ার দাবি পাঁচতারা না হলেও পাঁচতারার সমতুল্য এই হোটেলের পরিষেবা অচিরেই অতিথিদের মন কেড়ে নিয়ে অতিথিদের নিজস্ব ঠিকানায় রূপান্তরিত হবে।