আসানসোল রেল স্টেশনে ২৪ লক্ষ টাকা খরচে গড়ে তোলা হল এসি প্রিমিয়াম লাউঞ্জ৷ বৃহস্পতিবার এই শীততাপ নিয়ন্ত্রিত লাউঞ্জের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়৷ উপস্থিত ছিলেন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম প্রশান্ত কুমার মিশ্র সহ অন্যান্যরা।

আসানসোল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের দ্বিতলে ২০০ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা এই অত্যাধুনিক ওয়েটিং রুমে যাত্রী সাচ্ছন্দ্যের জন্য রয়েছে আরামদায়ক সোফা সহ সাময়িক বিশ্রামের জন্য অন্যান্য ব্যবস্থা। পুরুষ ও মহিলাদের জন্য আছে পৃথক অভিজাত বাথরুম। এই লাউঞ্জের ভিতরের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও যাত্রী সাচ্ছন্দ্যের বিভিন্ন ব্যবস্থা যাত্রীদের কাছে আকর্ষণীয় হবে বলে মনে করছে রেল দফতর। ব্রেক জার্নির ক্ষেত্রে যাত্রীরা এই প্রিমিয়াম ওয়েটিং রুমে সপরিবারে কিছুটা সময় কাটাতে পারবেন। ঘন্টায় মাত্র ৩০টাকা খরচ করেই যাত্রীরা এই বাতানুকল প্রিমিয়াম লাউঞ্জে সময় কাটাতে পারবেন।



Like Us On Facebook