জনবহুল বেনাচিতি বাজারে দিনের বেলায় মাল বোঝাই দশ চাকার ট্রাক ঢুকে বিপত্তি। ট্রাকে বিদ্যুতের তার ছিঁড়ে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

মঙ্গলবার ভিড়িঙ্গী মোড় দিয়ে একটি দশ চাকার ট্রাক কোনভাবে পুলিশের নজর এড়িয়ে বেনাচিতি বাজারে চলে আসে। জলখাবার গলির সামনে বিদ্যুতের ওভারহেড কেবেল প্রচুর মাল বোঝাই ট্রাকের উপর আটকে গেলে বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং বিদ্যুতের পোল বেঁকে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেনাচিতি বাজার সহ গোটা নাচন রোড। ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এসিপি বিমল কুমার মন্ডল সহ স্থানীয় থানার পুলিশ। বিদ্যুৎ দফতরের কর্মীরাও ঘটনাস্থলে এসে মেরামতির কাজ শুরু করেন।

জানা গেছে ট্রাকটি বেনাচিতির কোন ট্রান্সপোর্টে মাল খালি করতে আসছিল। এই রকম মাল বোঝাই ট্রাক দিনের বেলায় এই রাস্তায় চলে আসায় ব্যবসায়ীরা পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ‘আজ বিদ্যুতের তার ছিঁড়ে বড়সড় বিপর্যয় ঘটতে পারত এলাকায়।’



Like Us On Facebook