রবিবারের সাত সকালেই বাড়িতে আগুন লেগে সর্বশান্ত হল দুর্গাপুরের এক আদিবাসী পরিবার। বাড়িতে আগুন লাগার আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন পাশাপাশি বসবাস করা অন্যান্য আদিবাসী পরিবারের সদস্যরা। এই ঘটনায় দুর্গাপুরের পলাশডিহায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন ও স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ওই আদিবাসী পরিবারের বাড়ির সমস্ত জিনিস পুড়ে যাওয়ায় সর্বশান্ত হয়ে পড়ে পরিবারটি।
জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত ৩২ নং ওয়ার্ডের পলাশডিহার উত্তর আদিবাসী পাড়ায় উপসী হেমব্রমের বাড়িতে হঠাৎ করে আগুন ধরে গেলে বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় মানুষ খবর পেয়ে পুলিশ ও দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্থানীয় মানুষও আগুন নেভানোর কাজে হাত লাগায়। শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। উপসী হেমব্রমের দাবি প্রায় লক্ষাধিক টাকার জিনিস পত্র পুড়ে ছাই হয়ে গেছে।