দিনেদুপুরে ডাকাতি দুর্গাপুরের একটি সোনার দোকানে। কোকওভেন থানার এসবি মোড়ের ওই দোকানে রবিবার দুপুরে ৫-৬ জন সশস্ত্র দুষ্কৃতী ঢুকে লুঠপাট চালায়। এ দিনের এই ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ডাকাত দল একটি সাদা বোলেরো গাড়ি করে এসে দোকানের ম্যানেজার ও কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠপাট চালায়। ডাকাত দল প্রায় ৪ লক্ষ নগদ টাকা, ৮-৯ কেজি সোনা সহ হিরের গহনা নিয়ে চম্পট দেয়। যাওয়ার সময় দুষ্কৃতীরা সিসিটিভির ডিভিআর ইউনিটটিও নিয়ে যায়। ডিসিপি অভিষেক মোদী ও এসিপি বিমল কুমার মন্ডল সহ উচ্চ পদস্থ পুলিশ কর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সূত্রে খবর দুপুর ২টো ১৬ তে ডাকাত দল আসে এবং ২টো ৩৬ মিনিটে অপারেশনের করে চলে যায়। পুলিশ পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ডাকাত দলকে সনাক্ত করার চেষ্টা করছে। স্থানীয় মানুষের জানান, ডাকাতি করে মুচিপাড়ার জাতীয় সড়কের দিকে চলে যায় দুষ্কৃতীরা।

দুর্গাপুর স্টেশন বাজারে ৭০ টি সোনার দোকান আছে। এই ঘটনায় সকলেই আমরা আতঙ্কিত। এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে। পরবর্তী সময়ে আমরা সকল সোনার দোকান দাররা একজোট হয়ে যে দোকানে চুরি হয়েছে তার মালিকের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব বলে জানান দুর্গাপুর স্টেশন বাজারের স্বর্ণ শিল্পী সমিতির সম্পাদক ভবেশ দাস।

ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ও মেয়র পারিষদ ধর্মেন্দ্র যাদব। সোনার দোকান থেকে বেরিয়ে বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন, ‘পুলিশ সূত্রে জানতে পেরেছি যে আসানসোলের কাল্লায় ডাকাতি করতে আসা গাড়িটিকে পুলিশ উদ্ধার করেছে। গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীরা গাড়ি ফেলে চম্পট দিয়েছে। পুলিশ সমস্ত বর্ডার সিল করে দিয়েছে।’ বিশ্বনাথবাবু বলেন, ‘দোকানের কর্মীরা জানান ডাকাত দলের চার সদস্য হিন্দিতে কথা বলছিল। একজন বাংলায় বাঁকুড়ার টানে কথা বলছিল।’/p>


Like Us On Facebook