কলকাতার এক বস্ত্র ব্যবসায়ীকে পুলিশ পরিচয় দিয়ে কয়েক জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সোনার চেন হাতিয়ে চম্পট দেয়। বুধবার দুর্গাপুর স্টেশন বাজারের এই ঘটনায় চাঞ্চল্যে ছড়াল স্টেশন বাজার সংলগ্ন এলাকায়।
এদিকে, ঘটনাস্থলের কাছেই একটি দোকানের সিসিটিভি ফুটেজে সোনার চেন কেপমারির দৃশ্য ক্যামেরা বন্দি হওয়ায় পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কেপমারদের ধরার চেষ্টা করছে বলে খবর। জানা গেছে, সোনার চেন খুয়িয়ে কলকাতার ব্যবসায়ী বিকাশ সাহা স্থানীয় কোক ওভেন থানার দারস্থ হন। উল্লেখ্য, ১৪ মার্চ সিটি সেন্টারে বারাসতের এক বয়স্ক দম্পতির কাছ থেকে একই কায়দায় সোনার গহনা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। নিত্য নতুন পদ্ধতিতে একের পর এক চুরি, ছিনতাই, কেপমারির ঘটনায় দুর্গাপুরে মানুষ আতঙ্কিত।
Like Us On Facebook