বর্ধমান শহরের টোটো দৌরাত্মে লাগাম টানতে জেলাশাসকের কনফারেন্স রুমে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল বুধবার। সরকারিভাবে ২৭০০ টোটোকে টিন (টেম্পোরারি আইডি নম্বর) প্রদান করা হয়েছে জেলাপ্রশাসনের তরফে। সেই সমস্ত টোটোর বাইরে অন্য কোন টোটো চলতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

যে সমস্ত টিন প্রাপ্ত টোটো আছে তাদের আগামী ১৫ অগষ্টের মধ্য রেজিস্ট্রেশন করাতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। সেই সঙ্গে অবৈধ সমস্ত টোটোর বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি বাজেয়াপ্ত করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযান চলবে সমস্ত অবৈধ টোটো ব্যবসায়ীদের দোকানেও। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী, পৌরপতি স্বরুপ দত্ত সহ অনান্যরা।

Like Us On Facebook