শ্রদ্ধার সঙ্গে শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করল শিল্পাঞ্চলের বিজেপি কর্মীরা। শুক্রবার সকালে দুর্গাপুরের বিভিন্ন বিজেপি দলীয় কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতৃত্ব শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল‍্যদান করে তাঁর জীবন আদর্শ তুলে ধরেন দলীয় কর্মীদের সামনে।

দুর্গাপুরের সিটি সেন্টার, মামড়া, ডিভিসি মোড়, স্টেশন বাজার, জামুড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় কর্মীরা শ্রদ্ধার সঙ্গে পালন করেন এই দিনটি। আসানসোলের জেলা হাসপাতালে এদিন ফলমূল বিতড়ন করা হয় রোগীদের। পানাগড় বিজেপি দলীয় কার্যালয়েও এদিন রক্তদানের মধ্যে দিয়ে শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করেন বিজেপির দলীয় কর্মীরা। পানাগড়ে এদিন ৩০ জন বিজেপি কর্মী রক্তদান করেন।




Like Us On Facebook