গোপন অভিযানের আগাম খবর ছড়িয়ে পড়ায় দুর্গাপুর-ফরিদপুরের ভূমি রাজস্ব দপ্তরের অবৈধ বালি পাচার অভিযান মাঠে মারা গেল বুধবার।

দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা, মাধাইগঞ্জ ও গৌরবাজারের অবৈধ বালি ঘাটে বুধবার ভূমি রাজস্ব দপ্তরের এক অভিযান হয়। কিন্তু অভিযানের খবর আগাম বালি পাচারকারীদের কাছে পৌঁছে যাওয়ায় প্রশাসনিক আধিকারিকরা বালি ঘাটে গিয়ে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরষের মধ্যে ভূত থাকায় অভিযানের খবর লিক হয়ে বুধবারের ভূমি রাজস্ব দপ্তরের অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান ব‍্যর্থ হল। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিয়ে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কিছু বলতে অস্বীকার করেন।


Like Us On Facebook