ফের আসানসোলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি। ফেব্রুয়ারি মাসে রানিগঞ্জে কানাড়া ব্যাঙ্কে ডাকাতির পর বুধবার আসানসোলের সেনর‌্যালে রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল।

বুধবার দুপুরে আসানসোলের রামকৃষ্ণ মিশন সংলগ্ন সেনর‌্যালে রোডে ইণ্ডিয়ান ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। জানা গেছে, এদিন দুপুর দেড়টা নাগাদ ৬-৭ জনের একটি ডাকাত দল মোটর বাইকে চড়ে ব্যাঙ্কের সামনে এসে নামে। ব্যাঙ্কের কাছেই থাকা এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করে টাকে নিয়েই ব্যাঙ্কে হানা দেয় ওই ডাকাত দল। ব্যাঙ্কে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গ্রাহক ও ব্যাঙ্ক কর্মীদের বন্দি বানিয়ে ফেলে। তাঁদের মোবাইল ফোনগুলিও কেড়ে নেওয়া হয়। ব্যাঙ্ক কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের মারধরও করা হয় বলে জানা গেছে। এরপর ম্যানেজারের কাছ থেকে ভল্টের চাবি ছিনিয়ে নিয়ে ভল্ট থেকে প্রায় ৩৮ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দাকাতরা। যাওয়ার আগে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। ব্যাঙ্কটি জাতীয় সড়কের পাশে হওয়ায় সহজেই দুষ্কৃতীরা জাতীয় সড়ক ধরে চম্পট দিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার পরই পুলিশ শহর জুড়ে নাকাচেকিং শুরু করে। পাশাপাশি বাংলা-ঝাড়খণ্ড সীমানর ডুবুরডিহি চেকপোস্টেও চলে জোরদার নাকাচেকিং। জানা গেছে, ব্যাঙ্ক থেকে সিসিটিভি ফুটেজ না পাওয়া যাওয়ায় পুলিশ রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ থেকে দুষ্কৃতীদের সনক্ত করার চেষ্টা চালাচ্ছে।


Like Us On Facebook