দুর্গাপুর থানার পুলিশ বড়সড় সাফল্য পেল। শুক্রবার বিশেষ সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার অন্তর্গত প্রান্তিকা ফাঁড়ির পুলিশ বেনাচিতির ধুনরাপ্লট থেকে তারক কর্মকার নামে এক বাইক চোরকে আটক করে ম্যারাথন জেরা করে আরও দুই বাইক চোর সহ সদ্য চুরি যাওয়া ১০টি বাইক উদ্ধার করল।

জানা গেছে, তারক কর্মকারকে জেরা করে বাঁকুড়ার বড়জোড়ার তাপস বিশ্বাস ও প্রিয়ঙ্কর মন্ডলের হদিস পায় পুলিশ। তিনজনই শহরের বিভিন্ন প্রান্তে বাইক চুরির সঙ্গে নিজেরা যে জড়িত সে কথা স্বীকার করেছে বলে জানান প্রান্তিকা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। চুরির দায়ে তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। এই তিন জনের সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেকথা জানতে শনিবার ধৃতদের আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


Like Us On Facebook