পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারে বাম শ্রমিক সংগঠনগুলি যৌথ ভাবে শুক্রবার দুপুরে পথ অবরোধ কর্মসূচি পালন করলেন। দুপুর একটা নাগাদ সিটি সেন্টারের সিটি রেসিডেন্সি সংলগ্ন রাস্তার চৌমাথা বাম শ্রমিক সংগঠনের কর্মীরা বেশ কিছুক্ষণ অবরোধ করেন। পরে অবরোধ তুলে নেওয়া হয়।

পাশাপাশি, পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে সিপিআই(এম)জোনাল কমিটির পক্ষ থেকে কুলটি থানার নিয়ামাতপুর মোড়ে বৃহস্পতিবার এক পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়৷ দুপুর একটা থেকে এই পথ অবরোধ কর্মসূচি আধঘন্টা চলার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়৷ শেষে নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ এসে পথ অবরোধ সরিয়ে দেয়৷ এদিনের পথ অবরোধে নেতৃত্ব দেন স্থানীয় সিপিএম নেতা সাগর মুখার্জী সহ আরও অনেকে৷ এদিন বর্ধমানের কার্জনগেট চত্বরেও একই ইস্যুতে বামেরা পথসভা করে এবং রাস্তা অবরোধ করে।


Like Us On Facebook