প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুরের মলানদিঘির বিষ্ণুপুর গ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী চিন্তামণি মা শীতলাদেবীর দুই দিনের পুজো অনুষ্ঠিত হল। সোম ও মঙ্গলবার দুই দিন মহা ধুমধামে পুজো অনুষ্ঠিত হল বিষ্ণুপুর গ্রামে।
জানা গেছে, বীরভূমের টিকরবেতা গ্রাম থেকে বিষ্ণুপুর গ্রামের মানুষের মঙ্গলের জন্য প্রতি বছর মাত্র দু’দিনের জন্য চিন্তামণি মা শীতলাদেবীর আগমন ঘটে মলানদিঘির বিষ্ণুপুর গ্রামে। গ্রামের মানুষ এই দুই দিন সংযম পালন করে দেবীকে গ্রাম প্রদক্ষিণ করান। মহা সমারোহে গ্রামে পুজো, হোম, যজ্ঞ অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে গ্রামে মনসামঙ্গল গান হয়। পুজোর পর মঙ্গলবার দেবী ফের বীরভূমের টিকরবেতা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
Like Us On Facebook