সেলট্যাক্স দপ্তরের অভিযানের গুজবে আজ গোটা উখড়া বাজার অঘোষিত বন্ধের চেহারা নেয়। দোকানমালিকরা দোকান বন্ধ করে তড়িঘড়ি চম্পট দেয়। আতঙ্কে গোটা উখড়া বাজার আজ থমথমে। সর্বত্র একই আলোচনা কখন হানা দেবে সেলট্যাক্স অফিসাররা। আবার কেউকেউ রটিয়ে দেয় ইনকাম ট্যাক্স ও সেলট্যাক্স দপ্তরের জোড়া অভিযান চলবে। ফলে যে কয়েকটি দোকান খোলা ছিল সেগুলিও বন্ধ হয়ে যায়। বাজার করতে আসা মানুষজন আজ চরম হয়রানির শিকার হন। ক্রেতাদের বক্তব্য আগাম না জানিয়ে এভাবে দোকান বন্ধ করে দেওয়া ঠিক নয়।
উখড়ার এক ব্যবসায়ী তন্ময় নন্দী বলেন,”দোকান খোলার পরেই জানতে পারি সেলট্যাক্স অভিযান চলছে ভয়ে দোকান বন্ধ করে দিই।” উখড়া চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মহাদেব দত্ত বলেন,”আজ উখড়ার ব্যবসায়ীরা কেন দোকান বন্ধ রেখেছেন সে বিষয়ে আমি সঠিক জানি না। যদি গুজবে দোকান বন্ধ করে দেয় তবে এটা ঠিক নয়।”