আজ সকালে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ীর অন্তৰ্গত দামাগোড়িয়া রেল গেটের কাছে পথ দুর্ঘটনায় একটি গাড়ি কালভার্টের জলে পড়ে যায়। কোন হতাহতের খবর নেই। সকালে স্থানীয় মানুষরা একটি গাড়ি জলের মধ্যে পড়ে থাকতে দেখেন। এরপর এলাকায় ভিড় জমে যায়। গাড়ির আশপাশে কাউকে দেখতে না পেয়ে মানুষের কৌতুহল আরও বাড়ে এবং বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে চৌরঙ্গী ফাঁড়ীর পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়ি মালিকের খোঁজ শুরু করে। পুলিশ কাউকে না পেয়ে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। এরপর দুপুরে ধানবাদের এক ব্যাক্তি গাড়ির সন্ধানে ঘটনাস্থলে গেলে তিনি জানতে পারেন পুলিশ গাড়িটি তুলে নিয়ে গেছে। এরপর ওই ব্যাক্তি চৌরঙ্গী ফাঁড়ীর সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ জানায় কাকভোরে পথদুর্ঘটনায় গাড়িটি দামাগোড়িয়া রেল গেটের কাছে কালভার্টের জলে পড়ে যায়। সেই সময় ডাকাডাকি করেও কোন মানুষকে না পেয়ে চালক নিজেই গাড়ির জানালার কাঁচ খুলে বেরিয়ে যেতে সমর্থ হন। এরপর ওই ব্যাক্তি থানায় গাড়িটি নিতে আসেন এবং ঘটনার বিবরণ আমাদের জানান। ওই ব্যাক্তির বাড়ি ধানবাদে।