দুর্গাপুরের বন্ধ বিওজিএল কারখানা ডিভিসি সংলগ্ন ৮ একর জমিতে জাতীয় মানের বাস টার্মিনাস গড়তে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা প্রশাসনের কর্মকর্তারা জমি পরিদর্শন করলেন। বন্ধ কারখানা বিওজিএলের ডিভিসি সংলগ্ন পড়ে থাকা ৪৫ একর জমির মধ্যে ৮ একর জমিতে এই বাস টার্মিনাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা সহ প্রশাসনিক শীর্ষ কর্তারা জাতীয় মানের বাস টার্মিনাস তৈরির জন্য জমি পরিদর্শন করেন। ৫ মার্চ দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্মকর্তাদের দুর্গাপুর বণিক সভার সভাপতি কবি দত্তের আবেদনে সাড়া দিয়ে দুর্গাপুরে একটি জাতীয় মানের বাস টার্মিনাস করার আশ্বাস দেন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্তা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক শেষ হতেই দুর্গাপুর মহকুমা প্রশাসন বাস টার্মিনাস তৈরির জন্য জমির খোঁজ শুরু করেন। বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বন্ধ বিওজিএলের পড়ে থাকা জমি দেখতে যান নতুন বাস টার্মিনাস তৈরির লক্ষ্য নিয়ে।
দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা, ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী, এসিপি উমেশ গণপত সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা বৃহস্পতিবার জমি পরিদর্শন করেন। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ পালনের জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সঙ্গে মিটিং করে জাতীয় সড়ক সংলগ্ন বন্ধ বিওজিএলের ৪৫ একর জমির মধ্যে আট একর জমিতে জাতীয় মানের বাস টার্মিনাস তৈরির জন্য জমি পরিদর্শন হল আজ। এর পরে জেলাশাসক এসে জমি পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মহকুমাশাসক বলেন, জাতীয় মানের বাস টার্মিনাসের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক গোটা এলাকাটিরও বাস টার্মিনাসের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন করা হবে।