রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার ভিতরে গ্রাহকের টাকা কেপমারীর অভিযোগ উঠলো। ২০০০ হাজার টাকার নম্বর লিখে দেওয়ার নাম করে ১৮০০০ হাজার টাকা নিয়ে চম্পট দিলো পিছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় নিরাপত্তা নিয়ে সরব অনান্য গ্রাহকরাও। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্ধমান শাখার ঘটনা।

বৃহস্পতিবার সকালে বর্ধমানের কার্জনগেট সংলগ্ন ওই শাখায় মেয়ে স্বাগতাকে নিয়ে টাকা ফিক্সড ডিপোজিট করতে আসেন বালিডাঙার বাসিন্দা বছর পঞ্চাশের রাধারানী দাস। গত দুবছর আগে স্বামী সঞ্জয় দাসের একটি রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানীতে কাজ করার সময় দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটলে কোম্পানী থেকে পাওয়া ২.৫ লক্ষ টাকা ব্যাঙ্কে ফিক্সড রেখে সেখান থেকে পাওয়া সুদের টাকায় কোনো রকমে সংসার ও ছেলেমেয়ে দের পড়াশুনার খরচ চালাতেন তিনি। সেই উদ্দেশ্যেই বাড়ি থেকে ৪০০০০ হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে আসার পর ব্যাঙ্ক থেকে আরও ২০০০০ হাজার টাকা তোলেন রাধারানী দেবী।তারপর সেই ৬০০০০ হাজার টাকা নিয়ে ফিক্সড করার জন্য রসিদ লেখার সময় পিছন থেকে এক ব্যক্তি তাদের জানান ২০০০ হাজার টাকার নম্বর লিখতে হবে।তার কথা শুনে নম্বর লেখার জন্য তাকে টাকা দেওয়ার পর সেই টাকা জমা দিতে গেয়ে দেখা যায় মোট ৪২,০০০ হাজার টাকা সেখানে আছে।সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির খোঁজ করলেও তার কোনো হদিশ মেলেনি।এমনকি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হলেও তারা তাৎক্ষনিক কোনো ব্যবস্থা নেননি বলেও অভিযোগ। এদিকে এই ঘটনার পর ব্যাঙ্কে নিরাপত্তাকর্মী না থাকা নিয়ে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন অনান্য গ্রাহকরা। যদিও নিরাপত্তাকর্মী না থাকার বিষয়টি ব্যাঙ্কও স্বীকার করে নিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook