সোমবার দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হল সিপিএম-এর ‘লং মার্চ’ কর্মসূচি। আজ বিশাল মিছিল করে সিপিএম কর্মীরা দুর্গাপুর নগর নিগম অভিযান করে। নিগমের সামনে পুলিশি বাধা পেলে সিপিএম কর্মীরা নগর নিগমের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে দেয়। সিপিএম-এর প্রথম সারির নেতা অমল হালদার, অচিন্ত্য মল্লিক, রথীন রায়, সাইদুল হক, পঙ্কজ রায় সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন কয়েক হাজার মানুষ। সিপিএম সহ ১৩ টি বাম গণসংগঠনের ৯ দিনের এই পদযাত্রায় পা মেলান শিল্পাঞ্চালের প্রথম সারির নেতারা।

cpm-long-march-ends3দুর্গাপুর সিপিএমের ২নং পূর্ব জোনাল কমিটির সম্পাদক পঙ্কজ রায় সরকার বলেন,”দুর্গাপুর নগর নিগম নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ, পাহাড় প্রমাণ দুর্নীতি, উন্নয়ন থমকে গেছে। ‘লং মার্চ’ কর্মসূচির উদ্যেশ্য ছিল দুর্গাপুরের হাজার হাজার মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া। এই কাজে আমরা অভূতপূর্ব সাফল্য পেয়েছি। নতুন জেলার নামকরণে দুর্গাপুরকে রাখতে হবে, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।”

সিপিএম-এর এই কর্মসূচিকে তৃণমূল নেতৃত্ব আমল দিতে নারাজ। তৃণমূল নেতৃত্বের বক্তব্য কে কোথায় হাঁটল তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। সাধারণ মানুষ উন্নয়নের পক্ষেই রয়েছে।