দুর্গাপুরের ধান্ডাবাগে আজ সকালে একটি জলময়ূর উদ্ধার করল বনদপ্তর। স্থানীয় সূত্রে জানা গেছে ধান্ডাবাগের দাসপাড়ায় মুরগির বাচ্ছার সঙ্গে খেলা করছিল একটি জলময়ূর। হঠাৎ একটি কুকুর ওই জলময়ূরটিকে তাড়া করে। এই ঘটনাটি দেখার পর খবর রটে যায় কুকুরে ময়ূরের বাচ্ছাকে তাড়া করছে। এরপর উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় মানুষ দুর্গাপুরের বনদপ্তরকে ঘটনাটি জানায়। এরপর বনদপ্তরের কর্মীরা এসে জলময়ূরটিকে নিয়ে যায় এবং স্থানীয় মানুষদের জানায় এটি ময়ূরের বাচ্ছা নয় এটি জলময়ূর। বনকর্মীদের কথা শুনে উৎসুক মানুষের ভিড় কমতে শুরু করে।
দুর্গাপুর বনদপ্তরের মূখ্য বন আধিকারিক, মিলন কুমার মন্ডল বর্ধমান ডট কমকে জানান,”ধান্ডাবাগ থেকে উদ্ধার করা হয়েছে একটি জলময়ূর। এটি ডাহুক জাতীয় পাখি। গ্রামের মানুষ একে জলময়ূর বলে। গ্রামের অনেক পুকুরেই এদের দেখা যায়। হয়ত স্থানীয় কোন পুকুর থেকে এই পাখিটি ধান্ডাবাগে এসে পড়েছে। আমরা পাখিটিকে পর্যবেক্ষণে রেখেছি পরে এটিকে সঠিক জায়গায় ছেড়ে দেওয়া হবে।”