প্রতিবছরের মতো এবারও দুর্গাপুরের বিধান নগরের ফিলিপস কার্বন ব্ল্যাক (পিসিবিএল) সংস্থার কর্মী আবাসনে শীতকালীন পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে। আবাসনের ৪৬টি পরিবার কয়েক মাস আডে থেকে বিভিন্ন ফুলের বাগান ও সবজি চাষ করে প্রতিযোগিতার আয়োজন করে। সফল প্রতিযোগীদের পুরষ্কৃত করা হয়। এবছরও সফল প্রতিযোগীদের পিসিবিএল সংস্থার তরফ থেকে গোয়েঙ্কা ট্রফি প্রদান করা হবে।
জানা গেছে, গত প্রায় ৩৫ বছর ধরে চলে আসছে এই পুষ্প প্রদর্শনী তথা ফুলের বাগান তৈরির প্রতিযোগিতা। পিসিবিএল সংস্থার কর্মী আবাসনের আবাসিকরা কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজ নিজ আবাসনের সামনে বাগান তৈরি করেন। ফুল, সবজি ইত্যাদি চাষ করে সাজিয়ে তোলেন নিজ নিজ বাগান। বিচারকরা ফুলের বাগানগুলি পরিদর্শন করে সেরা বাগান তৈরি করা পরিবারের হাতে ট্রফি তুলে দেন। এই কয়েকদিন ফুলপ্রেমীরা বাগানগুলি পরিদর্শন করতে ভীড় জমান সংস্থার কর্মী আবাসনে।