জামালপুর থানার মাঠ নসিপুরে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। গ্রামের একটি পোলট্রি ফার্মে বস্তাবন্দি অবস্থায় মঙ্গলবার রাতে উদ্ধার হয় ইসরাক মল্লিকের (৩৮) মৃতদেহ।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে মাঠ যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান ইসরাক। তারপর থেকে তাঁর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর প্রতিবেশীরা ইসরাককে খুঁজতে বের হন। গ্রামের একটি পোলট্রি ফার্মের পাশ দিয়ে যাওয়ার সময় পালট্রির ভিতর একটি মুখবাঁধা বস্তা দেখে তাঁদের সন্দেহ হয়। বস্তার মুখ খুলতেই পাওয়া যায় ইসরাকের মৃতদেহ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পোলট্রি ফার্মের মালিক ইয়াসিন মল্লিক ও আবু সামাদ মল্লিক পোলট্রি ফার্মের পাশের জমিতে কুলচাষ করেছেন। কুল চুরি আটকাতে জমিতে বেড়া দিয়ে সেখানে বিদ্যুতের তার দিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ করে রাখা হয়েছিল। ওই বেড়ার পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাকের মৃত্যু হয়েছে বলে অনেকের অনুমান। যদিও তা মানতে নারাজ মৃতের পরিবার।
এই ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা চড়াও হন ওই পোলট্রি ফার্মে। ভাঙচুর করে পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি পোলট্রি ফার্মের মালিকদের মারধরও করা হয় বলে অভিযোগ। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ইয়াসিন মল্লিককে গ্রেফতার করেছে। পোলট্রি ফার্মের অপর মালিক আবু সামাদ পলাতক।