ভোররাতে ঘন কুয়াশায় রাস্তা বুঝতে না পেরে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে পাইপ বোঝাই একটি ট্রেলার উল্টে গেল সোমবার। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে। ঘটনাস্থলেই ট্রেলারের চালক মারা যায়। ট্রেলারের খালাসিও গুরুতর আহত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা থেকে পাইপ বোঝাই ট্রেলারটি আসানসোল যাচ্ছিল। সোমবার ভোরে জাতীয় সড়কে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম ছিল। ফলে ট্রেলার চালক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারলে উল্টে যায় ট্রেলারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রেলার চালকের। গুরুতর জখম অবস্থায় ট্রেলারের খালাসিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ট্রেলার দুর্ঘটনার জেরে দুই নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ট্রেলারটিকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।