চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা আসানসোলের সীতারামপুর স্টেশনে। পা পিছলে পড়ে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ল দশম শ্রেণির এক ছাত্র।
জানা গেছে, সোমবার সকালে একটি প্যাসেঞ্জার ট্রেন সীতারামপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় চলন্ত ট্রেনে উঠতে যায় মহম্মদ সামির নামে দশম শ্রেণির ওই ছাত্র। কিন্তু পা পিছলে সামির ঢুকে যায় স্টেশন ও প্ল্যাটফর্মের মাঝে। ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে যায় সামিরের দেহ। জানা গেছে, সামির সীতারামপুরের বিশ্বকর্মানগরের বাসিন্দা।
Like Us On Facebook