এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরের রাজবাঁধের গৌরীদেবী হাসপাতালে রোগীর পরিজনেরা সোমবার হাসপাতালের নিরাপত্তা রক্ষী, কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতালের আধিকারিকদের মারধর ও হাসপাতালে ব‍্যাপক ভাঙচুর চালাল বলে অভিযোগ।

জানা গেছে, আসানসোলের বাসিন্দা রাজেশ যাদব (৩৭) ম‍্যানেনজাইটিশ রোগে আক্রান্ত হয়ে ২ ডিসেম্বর দুর্গাপুরের গৌরীদেবী হাসপাতালে ভর্তি হন। রাজেশবাবু ইতিমধ্যে অনেকটা সুস্থ হয়ে উঠলেও আকস্মিক ভাবে রাজেশ বাবু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রবিবার রাতে মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। রবিবার রাতে রাজেশ যাদবের মৃত্যুর খবর পরিবারের কাছে জানালে সোমবার হঠাৎ ৩০- ৪০ জনের একটি দল গাড়ি করে এসে কোন কথা না বলেই হাসপাতালে ভাঙচুর ও হাসপাতালের চিকিৎসক, নিরাপত্তা কর্মী, নার্স ও হাসপাতালের আধিকারিকদের লাঠিসোটা দিয়ে ব‍্যাপক মারধর ও হাসপাতাল ভাঙচুর করে মৃতদেহ না নিয়েই চলে যায় বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। কাঁকসা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্তে নামে। খবর সংগ্রহ করা পর্যন্ত কোন পক্ষই কোন অভিযোগ দায়ের করে নি বলে জানা গেছে।

Like Us On Facebook